খাগড়াছড়িতে এক কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় ‘ভুয়া ধর্ষণ’ শব্দ ব্যবহার করে বিতর্কের জন্ম দেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক হান্নান মাসউদ। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই মন্তব্যকে কেন্দ্র করে সমালোচনার ঝড় বয়ে যায়। ঘটনার পর তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে লিখেন, ‘‘গতকাল দ্বীপ হাতিয়ার চানন্দী ইউনিয়নে এক সমাবেশে আমি ভুলবশত ও তাৎক্ষণিকভাবে ‘ভুয়া ধর্ষণ’ শব্দটি ব্যবহার করেছি, যা কোনোভাবেই আমার ইন্টেনশন ছিল না। ধর্ষণের মতো গর্হিত অপরাধকে কোনোভাবেই অস্বীকার করা যায় না। ধরকের কঠোর থেকে কঠোরতর শাস্তি নিশ্চিত করতে হবে। আমি এই অনাকাঙ্ক্ষিত শব্দটি ব্যবহারে বিব্রত ও দুঃখিত।’’ তিনি আরও বলেন, ‘‘আশা করি আমার শুভাকাঙ্ক্ষী, সমর্থক ও সমালোচকরা এটাকে আমার মুহূর্তের ভুল হিসেবেই বিবেচনা করবেন। পাহাড় ও সমতলের সকল নাগরিকের প্রতি আহ্বান থাকবে পরাজিত ও ফ্যাসিবাদী...