সোমালিয়ায় জাতিসংঘের ভাড়া করা একটি হেলিকপ্টার জরুরি অবতরণের পর দখল করেছে সন্ত্রাসী গোষ্ঠী আল-শাবাবের সদস্যরা। স্থানীয় সময় সোমবার (২৯ সেপ্টেম্বর) কুলমিয়ে রেডিওর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সোমালি গার্ডিয়ান। গণমাধ্যমটির প্রতিবেদন অনুসারে, কারিগরি ত্রুটির কারণে হেলিকপ্টারটি মধ্য গালগাদুদ অঞ্চলের সন্ত্রাস-নিয়ন্ত্রিত এলাকা হিন্দেরে অবতরণ করে। এরপর আল-শাবাবের সদস্যরা এটির ক্রু এবং পণ্যসম্ভারের নিয়ন্ত্রণ নিয়েছে। হেলিকপ্টারের নিবন্ধন নম্বর, আরোহীর সংখ্যা এবং পণ্যসম্ভারের প্রকৃতি এখনো জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়েছে, হেলিকপ্টারটি হিরান অঞ্চল থেকে উইসিল...