জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক (এনসিপি) আবদুল হান্নান মাসউদ বলেছেন, আমি এখানে এসেছি এ দ্বীপের মানুষের জন্য সংগ্রাম করতে। আমি নিজের ভাগ্য পরিবর্তনের জন্য নয়, দ্বীপের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য এসেছি।সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নোয়াখালীর হাতিয়ার আফাজিয়া বাজারে পথসভায় এসব কথা বলেন তিনি।হান্নান মাসউদ বলেন, এ দ্বীপ হাতিয়ার নদীভাঙনের ইতিহাস ৬০ বছরের ইতিহাস। কিন্তু এ হাতিয়ায় নদীভাঙন নিয়ে কেউ কাজ করেনি। কিলোমিটারের পর কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়ে গেছে, অনেক মানুষ ঘরবাড়িহারা হয়েছে, কেউ কারও পাশে দাঁড়ায়নি। নদীভাঙনের মানুষদের নিয়ে তারা ব্যবসা এবং চাঁদাবাজি করেছে।তিনি আরও বলেন, নদীভাঙনের মানুষদের দেখিয়ে তারা টাকা এনে মেরে খেয়েছে। কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের উন্নতি হয়নি। উন্নতি হয়েছে সেই সকল গলাবাজদের। যারা ভূমিহীনদের নাম বিক্রি করে হাজার হাজার একর ভূমি নিজেদের নামে বন্দোবস্ত করে...