দেশের প্রথম ডিজিটাল স্যাটেলাইট চ্যানেল, চ্যানেল আই পথচলার ছাব্বিশ বছর পার করে এবার পা রাখতে চলেছে সাতাশ বছরে। পেশাদারিত্ব, নতুনত্ব, সৃজনশীলতা ও তারুণ্যের জয়গান গেয়ে চ্যানেল আই-এর অভিযাত্রা। সাতাশ বছরে এসে চ্যানেল আইয়ের স্লোগান ‘আনন্দ উচ্ছ্বাসে চ্যানেল আই সাতাশে’। এদেশের টেলিভিশনের ইতিহাসে ১৯৯৯ সালের ১ অক্টোবর পথচলা শুরু হয় চ্যানেল আই-এর। মানুষ যা দেখতে চায়, যা শুনতে চায়, যা উপলব্ধি করতে চায় তা নিয়েই চ্যানেল আই-এর পথচলা। চ্যানেল আই-এর ২৭ বছরে পদার্পণ উপলক্ষে এ বছর চ্যানেল আই প্রাঙ্গণে থাকছে না কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কেক কাটার আয়োজন। তবে বর্ণিল বর্ণাঢ্য আয়োজনে পর্দাজুড়ে থাকবে জন্মদিনের উচ্ছ্বাস। পথচলার প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে থাকবে আজকের সংবাদ পত্র বিশেষ পর্ব। সকাল সাড়ে ৭টায় ‘গান দিয়ে শুরু সঙ্গীত পরিবেশন করবেন শিল্পী ফেরদৌস আরা,...