গাজীপুরে বিনা কারণে শ্রমিকদেরকে চাকুরিচ্যুতি, নারী শ্রমিকদের সাথে কর্মকর্তাদের অশালীন আচরনের প্রতিবাদ করায় পিসি কমিটির তিন নারী সদস্যকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও মারধরের অভিযোগ উঠেছে কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) সোহেল রানা এবং রক্ষনাবেক্ষন শাখার (মইনটেন্যান্স) সহকারী মহা-ব্যবস্থাপক (এজিএম) কাউছারের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত নারী শ্রমিক ও পিসি কমিটির সদস্য জুঁই আক্তার এসব অভিযোগ করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি এসব অভিযোগ করেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে শ্রমিকেরা কারখানার সামেনে অবস্থান নেয়। পরে বেলা ১১ টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মেম্বারবাড়ী এলাকায় মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। বিক্ষোভে তারা চরিত্রহীন কর্মকর্তাদের অপসারনসহ তাদেকে নির্যাতনের বিচার দাবি করেন। এসময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজট লেগে যায়। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ও শিল্প পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে শ্রমিকদেরকে তাদের...