এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) বর্তমানে সভাপতি মহসিন নকভি। তিনি পাকিস্তান সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বে নিয়োজিত। এশিয়া কাপ শেষে তার হাত থেকেই চ্যাম্পিয়ন হওয়া ভারতীয় ক্রিকেটারদের ট্রফি এবং মেডেল বুঝে নেওয়ার কথা ছিল। কিন্তু ভারতীয় ক্রিকেটাররা এবারের এশিয়া কাপে পাকিস্তানের সঙ্গে তিনবারের সাক্ষাতে হ্যান্ডশেক করেনি। পাকিস্তানের ক্রিকেটারদের সঙ্গে কথাও বলেনি। এমনকি গতকাল (২৮ সেপ্টেম্বর) দুবাইয়ে ফাইনাল শেষে পাকিস্তানি বলে এসিসি সভাপতি মহসিন নকভির হাত থেকে ট্রফি এবং মেডেল নেয়নি ভারতীয় ক্রিকেটাররা। যে কারণে বাধ্য হয়ে এসিসি সভাপতি চ্যাম্পিয়ন দলের ট্রফি এবং মেডেল হোটেলে তার রুমে নিয়ে যান। এখন সেই মেডেল এবং ট্রফি ফিরে পেতে ভারতীয় ক্রিকেটারদের আকুতি। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সচিব দেবজিত সাইকিয়া বার্তা সংস্থা এএনআইকে বলেছেন, ‘ভারত একটি দেশের (পাকিস্তান) সঙ্গে লড়াই করছে, আর সেই দেশের একজন নেতা আমাদের হাতে...