ভিসার নিয়মে ব্যাপক পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত। এই পদক্ষেপের প্রধান উদ্দেশ্য হলো বিশ্বজুড়ে থাকা মেধাবী মানুষ, বিশেষজ্ঞ এবং ব্যবসায়ীদের আমিরাতের প্রতি আকর্ষিত করা। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, প্রযুক্তি, পর্যটন ও বিনোদন খাতকে চাঙ্গা করাই এর মূল লক্ষ্য। আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুন চারটি ভিজিট ভিসা চালু করছে। এর পাশাপাশি পরিবর্তন করা হয়েছে বেশ কিছু পুরনো ভিসার মেয়াদ, শর্ত ও নিয়মও।দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি)-এর এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশটির প্রবেশ ভিসা নীতিমালায় গুরুত্বপূর্ণ পরিবর্তন ও নতুন সংযোজনের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বের প্রতি সংযুক্ত আরব আমিরাতের উন্মুক্ত দৃষ্টিভঙ্গি এবং প্রযুক্তি—বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন এবং পর্যটন খাতে প্রতিভা, দক্ষতা ও উদ্যোক্তাদের আকৃষ্ট করার প্রচেষ্টারই...