তানভীর জোহা বলেন, গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতের দিল্লিতে আশ্রয় নেন, তখন তার কলরেকর্ড মুছে ফেলার কাজ করছিলেন এনটিএমসির সাবেক মহাপরিচালক জিয়াউল আহসান। এছাড়া, ঢাকায় জুলাই আন্দোলন দমাতে শেখ হাসিনা হাজার হাজার নির্দেশনা দিয়েছেন।তানভীর জোহা বলেন, লোক পাঠিয়ে ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয় শেখ হাসিনার ৪টি নম্বরের মালিকানার তথ্যসহ প্রায় ১ হাজার কল রেকর্ড। তবে তা উদ্ধারের চেষ্টা চলছে। এ সময় সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন এবং সাবেক এক পরিকল্পনা মন্ত্রীর কল রেকর্ডও মুছে ফেলা হয় বলে উল্লেখ করেন তিনি।জানা গেছে, এনটিএমসির তৎকালীন মহাপরিচালকের নির্দেশে ওপেন সোর্সের মাধ্যমে নিয়োগ পাওয়া এক ব্যক্তি এই তথ্য মোছার কাজ করেন।নিউজজি/এস আর তানভীর জোহা বলেন, লোক পাঠিয়ে ৫ আগস্ট সন্ধ্যায় এনটিএমসির সার্ভার থেকে মুছে দেয়া হয়...