শারদীয় দুর্গোৎসব উপলক্ষে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হোসেন। সোমবার ( ২৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার একাধিক মণ্ডপ ঘুরে তিনি নিরাপত্তা, বিদ্যুৎ সংযোগ, আলোকসজ্জা ও শৃঙ্খলা নিশ্চিতকরণে সরেজমিন পরিদর্শন করেন এবং কমিটি ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইউএনও বলেন, শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে পালনের জন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা প্রদান করা হবে। এ ছাড়াও হিন্দু ধর্মাবলম্বী সবাইকে মিলেমিশে উৎসব উদযাপনের আহ্বান জানান। পরিদর্শনের সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া থানার ওসি শাহিনুল ইসলাম,পল্লী বিদ্যুৎ সমিতির সাটুরিয়া শাখার ডিজিএম অলিউল্লাহ, সাটুরিয়া প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক হাসান ফয়জী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু্দুল্লাহ আল মামুন, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহবুবুর রহমান রানা, দপ্তর সম্পাদক মাহমুদুল হাসান মনি, সাটুরিয়া ফায়ার...