ফরিদপুরের আলফাডাঙ্গায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শ্রী শ্রী আদ্যাশক্তি মহামায়ার ৫১ শক্তি পীঠ ও ডিজিটাল প্রতিমা প্রদর্শনী পরিদর্শন করেছেন জেলার পুলিশ সুপার আব্দুল জলিল। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় তিনি উপজেলা কেন্দ্রীয় শ্রী শ্রী হরি মন্দির প্রাঙ্গণে আয়োজিত পূজা মণ্ডপ ঘুরে দেখেন এবং সার্বিক পরিস্থিতি পরিদর্শন করেন। এ সময় উপস্থিত ছিলেন— আলফাডাঙ্গা থানার পরিদর্শক মো. শাহজালাল আলম, এসআই শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শেখ আব্দুস সালাম, জামায়াতে ইসলামী উপজেলা সভাপতি মো. কামাল উদ্দিন আহমেদ, সেক্রেটারি এসএম হাফিজুর রহমান, রেজওয়ান আহমেদ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাষক প্রবীর কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক প্রকাশ কুমার কুণ্ডুসহ স্থানীয়...