বলিউডের সুপারস্টার সালমান খান ব্যক্তিগত জীবন নিয়ে ফের আলোচনার কেন্দ্রে। তার প্রেমজীবন, কুমারত্ব ও অবিবাহিত জীবন নিয়ে যেভাবে সমালোচনা চলছিল, সম্প্রতি আরও এক নতুন মন্তব্য দর্শক ও ভক্তদের চমকে দিয়েছে। টুইঙ্কল খান্নার শো ‘টু মাচ’-এর বিশেষ পর্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সালমান। শো-তে তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, প্রিয়জনকে রক্ষা করার জন্য প্রয়োজনে তিনি “১০০০% মিথ্যা” বলতে পারেন। শো-তে টুইঙ্কল খান্না তাকে প্রশ্ন করেন, “ভালোবাসার মানুষকে রক্ষা করার জন্য মিথ্যা বলা কি ঠিক?” প্রথমে কিছুটা দ্বিধাগ্রস্ত থাকলেও, আলোচনার এক পর্যায়ে সালমান বলেন, মিথ্যার ধরনের ওপর তার দৃষ্টিভঙ্গি নির্ভর করে। তিনি বলেন, “যদি এটি ‘অল্প মিথ্যা’ হয়, তবে ঠিক আছে। কিন্তু মারাত্মক কোনো ভুলের ক্ষেত্রে মিথ্যা বলা উচিত নয়।” উদাহরণ হিসেবে তিনি বলেন, “ধরি কেউ খুন করেছে, সে ক্ষেত্রে কি মিথ্যা বলবেন?” কিন্তু...