কার্যকর সু-শাসন প্রতিষ্টায় তথ্যের অবাধ প্রবাহ অপরিহার্য।’ আন্তর্জতথ্য অধিকার দিবস উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী শেষে অনুষ্টিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বাগেরহাটের জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান এ কথা বলেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের আয়োজনে এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) বাগেরহাট এর সহযোগিতায় এ সভায় সভাপতিত্ব করেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মমিনুর রহমান। জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বর্ণাঢ্য র্যালি ও র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভা অনুষ্ঠিত হয়। বাগেরহাট এর সহকারি কমিশনার মো: মোত্তালেব হোসেন এর সঞ্চালনায় আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন সনাক সদস্য প্রফেসর চৌধুরী আব্দুর রব। মুখ্য আলোচক ছিলেন, সনাক সদস্য অ্যাডভোকেট রাম কৃষ্ণ বসু। অন্যান্যদের মধ্য হতে বক্তব্য দেন, জেলা তথ্য অফিসার সাহা চন্দ্র শেখর, বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি ডিপিএফ সদস্য মো: কামরুজ্জামান, ডিস্ট্রিক পলিসি...