ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে আরও এক ব্যক্তির ফাঁসি কার্যকর করেছে ইরান। ইরানের বিচারবিভাগের অফিসিয়াল সংবাদমাধ্যম জানিয়েছে, ওই ব্যক্তিকে ‘ইরানে ইসরায়েলের অন্যতম গুরুত্বপূর্ণ গুপ্তচর’ হিসেবে চিহ্নিত করা হয়েছিল। জুনে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২ দিনের সংঘাতের পর এটি ইরানের দশম ফাঁসি।খবরে বলা হয়, বাহমান চূবিয়াসলকে ইসরায়েলের গুপ্তচর সংস্থা মোসাদের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। তিনি ‘সংবেদনশীল টেলিকমিউনিকেশন প্রকল্প’ নিয়ে কাজ করতেন।মিজান জানায়, মোসাদের মূল লক্ষ্য ছিল চূবিয়াসলের মাধ্যমে সরকারি প্রতিষ্ঠানের ডাটাবেসে প্রবেশ করা এবং ইরানের ডেটা সেন্টারে নিরাপত্তার ফাঁক তৈরি করা। এছাড়া তারা ইলেকট্রনিক সরঞ্জাম আমদানি পথও খতিয়ে দেখার চেষ্টা করছিল।ইরানের সুপ্রিম কোর্ট অভিযুক্তের আপিল খারিজ করে ‘পৃথিবীতে দুর্নীতি’ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড নিশ্চিত করেছে।চূবিয়াসল এই মাসে ফাঁসি দেওয়া দ্বিতীয় ব্যক্তি। এর আগে বাবাক শাহবাজি নামের এক ব্যক্তি একই...