কুয়েতের বিখ্যাত গ্র্যান্ড মসজিদে প্রদর্শনের লক্ষ্যে বাংলাদেশি শিল্পীর আঁকা দুটি ক্যালিগ্রাফি হস্তান্তর করেছেন সেদেশে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) গ্র্যান্ড মসজিদের প্রধান বদর মা’জুন আল ঢাফিরির কাছে ক্যালিগ্রাফিগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়। কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানায়, কুয়েতে অবস্থিত গ্র্যান্ড মসজিদের আর্ট গ্যালারিতে কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, ইরান, ইরাক, ইয়েমেন, সিরিয়া, মিশর, তিউনিশিয়া, মরক্কো, তুরষ্ক, পাকিস্তান, মালয়েশিয়া, জাপান, চীন, স্পেন, যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশের ক্যালিগ্রাফি থাকলেও বিশ্বের চতুর্থ বৃহৎ মুসলিম প্রধান দেশ বাংলাদেশের কোনো ক্যালিগ্রাফি...