স্ত্রীর সঙ্গে অনৈতিক সম্পর্ক এবং জমি সংক্রান্ত বিরোধের জেরে আকবার ফকির (৬০) নামে এক ইজিবাইক চালককে গলা ও পুরুষাঙ্গ কেটে হত্যা করেছেন বলে স্বীকারোক্তি দিয়েছেন গ্রেপ্তার হওয়া বাবু সর্দার (৫৯)। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় নড়াইল পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে একথা জানান পুলিশ সুপার মো. রবিউল ইসলাম। জেলা গোয়েন্দা পুলিশ অভিযুক্ত বাবু সর্দারকে রোববার (২৮ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে লোহাগড়া উপজেলার মশাঘুনি গ্রামের লোহাগড়া-নড়াইল সড়কের পাশ থেকে গ্রেপ্তার করে। বাবু সর্দার সদর থানার শড়াতলা গ্রামের বাসিন্দা এবং নিহত আকবর ফকিরের প্রতিবেশী। গ্রেপ্তারকৃত বাবু সর্দার হত্যার কথা স্বীকার করে সম্পূর্ণ ঘটনা একাই ঘটিয়েছেন মর্মে সোমবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধ এবং প্রায় ১৫ বছর আগে ১০ হাজার...