দেশে এইচআইভি সংক্রমণের উদ্বেগজনক বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করেছে ইউএনএইডস (এইচআইভি/এইডস সংক্রান্ত যৌথ জাতিসংঘ কর্মসূচি)। ইউএনএইডস বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ড. সাইমা খান ক্রমবর্ধমান ঝুঁকির কথা জানানোর পাশাপাশি এই ঝুঁকির জন্য ‘শিশুদের প্রতি সম্মিলিত অবহেলা’ এবং তাদের দুর্বলতার সময়ে সহযোগিতা করতে না পারাকে দায়ী করেছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত কী-পপুলেশন (গুরুত্বপূর্ণ জনগোষ্ঠী) এবং পিএলএইচআইভি (এইচআইভি-তে আক্রান্ত ব্যক্তি)-দের জন্য অন্তর্ভুক্তিমূলক সামাজিক পরিষেবা বিষয়ক জাতীয় কর্মশালায় এ তথ্য জানান তিনি। তিনি বিশেষভাবে উল্লেখ করেন, শিশুদের পরিবার থেকে বিচ্ছিন্ন হওয়া এবং তাদের ওপর হওয়া নির্যাতনের কারণে তারা প্রায়শই যৌনকর্ম বা মাদকাসক্তির মতো পরিস্থিতিতে পড়ে যায়, যা তাদের এইচআইভি সংক্রমণের ঝুঁকিকে উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে তোলে। তিনি জোর দিয়ে বলেন, এই গুরুতর পরিস্থিতি মোকাবেলায় সব অংশীজনকে ‘ঝুঁকিতে থাকা কী-পপুলেশন-এর পাশে দাঁড়াতে হবে’ এবং শিশুদের...