রাজধানীর মোহাম্মদপুরের বসিলা এলাকার একটি বেসরকারি ক্লিনিকে সমন্বয়ক পরিচয় দিয়ে মব করে চাঁদাবাজির সময় সাবেক সমন্বয়ক সাইফুল ইসলাম রাব্বিসহ (২৮) পাঁচজনের বিরুদ্ধে মামলা হয়েছে। থানা পুলিশ জানিয়েছে, নতুন এ মামলায় গ্রেপ্তার পাঁচজন বর্তমানে কারাগারে রয়েছেন। সাইফুল ইসলাম রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মোহাম্মদপুর থানার আহ্বায়ক ছিলেন। একজন প্রকাশকের বাসা ঘিরে মব সৃষ্টির ঘটনায় গত মে মাসে আটক হন তিনি। পরে তাকে মুচলেকা দিয়ে ছাড়িয়ে এনেছিলেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ। নতুন মামলায় সাইফুল ইসলাম রাব্বিসহ বাকি গ্রেপ্তাররা হলেন- হাসিবুর রহমান ফরহাদ (৩১), আবদুর রহমান মানিক (৩৭), আবু সুফিয়ান (২৯) ও মো. শাহিন (৩৮)। সোমবার (২৯ সেপ্টেম্বর) মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী রফিক ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রোববার রাতে চাঁদাবাজির ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা সমন্বয়ক...