খাগড়াছড়ি সদরের সিঙ্গিনালায় মারমা শিক্ষার্থীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ ও সহিংসতাকে কেন্দ্র করে গুইমারায় নিহত তিনজনের পরিচয় নিশ্চিত করেছে পুলিশ। তারা সবাই খাগড়াছড়ির গুইমারা উপজেলার বাসিন্দা। নিহতরা হলেন গুইমারা উপজেলার সিন্দুকছড়ি ইউনিয়নের দেবলছড়ি চেয়ারম্যান পাড়ার আথুইপ্রু মারমা (২১), হাফছড়ি ইউনিয়নের সাং চেং গুলিপাড়ার আথ্রাউ মারমা (২২) ও রামসু বাজার বটতলার তৈইচিং মারমা (২০)। সোমবার (২৯ সেপ্টেম্বর) গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এনামুল হক চৌধুরী নিহতদের পরিচয় নিশ্চিত করেন। খাগড়াছড়ি সিভিল সার্জন মো. ছাবের বলেন, ‘নিহতদের মরদেহ বর্তমানে হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।’ আরও পড়ুন:১৪৪ ধারা-অবরোধে স্থবির খাগড়াছড়ি, থমথমে গুইমারা তিনি আরও জানান, গুইমারা সহিংসতায় এ পর্যন্ত আহত ১৪ জনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে ১৩ জন চিকিৎসাধীন।...