সৈয়দপুর–চট্টগ্রাম ও সৈয়দপুর–সিলেট রুটে সরাসরি বিমান চলাচল শুরু হবে বলে জানিয়েছেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর সদস্য (প্রশাসন) ও অতিরিক্ত সচিব এস. এম. লাবলুর রহমান। সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে সৈয়দপুর বিমানবন্দরের ডিপারচার লাউঞ্জে যাত্রীসেবার মান উন্নয়ন, বিভিন্ন সমস্যা এবং যাত্রীদের অভিজ্ঞতা জানতে অনুষ্ঠিত গণশুনানিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান। তিনি বলেন, অতি শিগগিরই প্রথমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সৈয়দপুর–চট্টগ্রাম রুটে বিমান চলাচল শুরু হবে। এর পর সৈয়দপুর–সিলেট রুটেও শুরু করা হবে। তিনি আরও বলেন, যাত্রীসেবা বাড়াতে এবং ফ্লাইট ভাড়া নিয়ন্ত্রণের জন্য প্রতিযোগিতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে। এছাড়া সৈয়দপুর বিমানবন্দরের এয়ারফিল্ডের সক্ষমতা বাড়ানো হয়েছে। সৈয়দপুর বিমানবন্দর আঞ্চলিক হাবের কাজ কবে শেষ হবে—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বেবিচকের অতিরিক্ত সচিব বলেন, সৈয়দপুর বিমানবন্দর ঘিরে বেবিচকের বড় পরিকল্পনা রয়েছে। কিন্তু অর্থ ছাড় না...