সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিক্ষোভ করছেন আউটসোর্সিং কর্মীরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের পলেস্তারা খসে মো. সুমন হোসেন (৩৯) নামের এক আউটসোর্সিং কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। সুমন হোসেন মাগুরার শ্রীপুর উপজেলার বিলনাথুর গ্রামের ইসলাম হোসেনের ছেলে। তিনি ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে থাকতেন।আরো পড়ুন:চুয়াডাঙ্গা সদর হাসপাতালে এক হাজতির মৃত্যুচন্দনাইশে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু পুলিশ জানায়, দুপুরে মোবাইলে কথা বলতে বলতে মেডিকেল কলেজের ভেতর হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংক সংলগ্ন বন্ধ থাকা একটি টিনশেডের দোকানের সামনে যান সুমন। হঠাৎ পানির ট্যাংকের পলেস্তারা খসে দোকানের ওপর পড়ে। পলেস্তারার আঘাতে তার মাথা থেঁতলে যায়। উপস্থিত লোকজন তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক সুমনকে মৃত ঘোষণা করেন।...