২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:১৬ পিএম আদরের নাতনি রাহা কাপুরকে নিয়ে ভবিষ্যদ্বাণী করেছেন বলিউড নির্মাতা মহেশ ভাট। ছোট মেয়ে, অভিনেত্রী আলিয়া ভাট ও তার স্বামী বলিউড তারকা রণবীর কাপুরের একমাত্র সন্তান ভবিষ্যতে কী হবে তা নিয়ে আগাম বার্তা দিয়েছেন পরিচালক। ভারতীয় সংবাদমাধ্যম টাইমস নাউয়ের প্রতিবেদন থেকে জানা যায়, সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের সন্তান ও সন্তানদের নতুন প্রজন্ম নিয়ে খোলামেলা আলোচনা করেছেন কিংবদন্তি এ পরিচালক। মহেশ ভাট বলেন, 'প্রতিটা প্রজন্ম নতুন একটা উদ্যম নিয়ে আসে। তারা আগের প্রজন্ম থেকে কয়েক ধাপ বেশি এগিয়ে। রাহার মধ্যে সে জীবনশক্তি দেখতে পাই। তিন বছর হতে চলেছে ওর। এখনই ওর মধ্যে বিশেষ এনার্জি দেখতে পাই যেটা সচারচর দেখা যায় না। আমি মনে করি, ভবিষ্যতে জনপ্রিয়তায় নিজের বাবা-মাকে ছাপিয়ে যাবে...