২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০৩ পিএম এশিয়া কাপের ১৭তম আসরে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকার শীর্ষ পাচে নেই বাংলাদেশের কেই। এই তালিকার শীর্ষে আছেন চ্যাম্পিয়ন ভারতের ওপেনার অভিষেক শর্মা। ৭ ম্যাচের ৭ ইনিংসেই ব্যাট করে ৪৪.৮৫ গড় ও ২শ স্ট্রাইক রেটে টুর্নামেন্টে সর্বোচ্চ ৩১৪ রান করে সেরা খেলোয়াড় নির্বাচিত হন অভিষেক। টুর্নামেন্টে মোট ৩টি হাফ-সেঞ্চুরির ইনিংস খেলেন তিনি। বাংলাদেশের বিপক্ষে সর্বোচ্চ রানের ইনিংস ছিল অভিষেকের। দুবাইয়ে সুপার ফোরের ম্যাচে টাইগারদের বিপক্ষে ৬টি চার ও ৫টি ছক্কায় ৩৭ বলে ৭৫ রান করেছিলেন এই বাঁ-হাতি ব্যাটার। এছাড়াও হাফ-সেঞ্চুরি পাওয়া অন্য দুই ইনিংসের মধ্যে পাকিস্তানের বিপক্ষে ৩৯ বলে ৭৪ এবং শ্রীলংকার বিপক্ষে ৩১ বলে ৬১ রান করেন অভিষেক। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ রান শ্রীলংকার ওপেনার পাথুম নিশাঙ্কার। ৬ ইনিংস...