২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম ভাত খাব পেট ভরে ভোট দিব ধানের শীষে, আসন্ন প্রায়োদশ সংসদ নির্বাচনে দিনাজপুর -৬ সংসদীয় এলাকায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি'র মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. এ জেডএম জাহিদ হোসেন বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান গড়া দল বিএনপি নীতি আদর্শ হচ্ছে তৃণমূল পর্যায়ে সাধারণ মানুষের মাঝে গিয়ে মানুষের সুখ দুঃখের সাথে সামিল হওয়া। আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির দল জয়ী হলে এক কোটি বেকার যুবকদের কর্মসংস্থানের পথ সৃষ্টি করা হবে, বয়স্ক বিধবা ভাতার কার্ডধারী সংখ্যা বৃদ্ধি করা হবে। অসহায় ছিন্নমূল মানুষদের জন্য বিশেষ ভাতার ব্যবস্থা করা হবে এবং বিএনপির ৩১ দফা কর্মসূচি জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার দায়িত্ব মহিলা দল সহ বিএনপির অঙ্গ সংগঠন নেতাকর্মীদের সেবক হয়ে জনগণের দোরগোড়ায়...