ঢাকা: সম্প্রতি গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধে অভিযুক্ত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোয় জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। এই বিতর্কের মাঝে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণ নিয়ে ফেসবুকে পাল্টাপাল্টি পোস্ট করেন। এরপর সেই পোস্টের উত্তরে সাকিবও পাল্টা জবাব দেন।সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে আবারও সাকিবকে ইঙ্গিত দিয়ে নিজের ফেসবুক আইডিতে পোস্ট করেছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ। সাকিবের নির্বাচন করার প্রসঙ্গ নিয়ে পোস্টে তিনি লেখেন, 'ভাইয়া, আমাকে জোর করে নমিনেশন দেয়া হয়েছিল। আমি শুধু নির্বাচনটাই করেছিলাম, আওয়ামিলীগের দলীয় রাজনীতিতে জড়িত হইনি।‘- তবে এই কথা সাকিব নিজে বলেছেন না অন্য কেউ বলেছেন তা পোস্টে পরিষ্কার না করলেও পরেই আসিফ লিখেছেন, ‘You know who.’ক্রীড়া...