আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নিলেন ইংলিশ তারকা ক্রিস ওকস। ১৫ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন এই তারকা পেসার। ভারতের বিপক্ষে সবশেষ অ্যাশেজ সিরিজের পঞ্চম টেস্টে কাঁধে চোট পান ওকস। চোটের পুনর্বাসন প্রক্রিয়ার মধ্য দিয়ে গিয়েছেন এতদিন। ইনস্টাগ্রাম পোস্টে নিজের অবসরের কথা জানিয়ে দিয়েছেন ক্রিস ওকস। নিজের পোস্টে ওকস লিখেছেন, ‘সময় চলে এসেছে। আমার মনে হয় আন্তর্জাতিক ক্রিকেট থেকে আমার অবসর নেওয়ার সঠিক সময় এখনই। ইংল্যান্ডের হয়ে খেলাটা এমন কিছু যার স্বপ্ন আমি ছোটবেলা থেকেই লালন করেছি। আমি অনেক ভাগ্যবান যে আমার এই স্বপ্নগুলো পূরণ করতে পেরেছি। ইংল্যান্ডের প্রতিনিধিত্ব করা, থ্রি লায়ন্সের জার্সি গায়ে জড়ানো এবং সতীর্থদের সাথে ১৫ বছর একই মাঠে খেলা, যাদের অনেকে আমার সারা জীবনের বন্ধু হয়ে গেছে, ব্যাপারগুলো দারুণ ছিল।’ ২০১০-১১ মৌসুমে সাদা বলে অভিষেক হয় ওকসের।...