দ্রুত ফ্যাসিবাদ মুক্ত নির্বাচন, নতুন সংবিধান ও বিজ্ঞানভিত্তিক ইসলামী শিক্ষানীতির দাবি জানিয়ে সোমবার প্রথম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করল মুসলিম জাতীয়তাবাদী ছাত্র সংগঠন ‘বিপ্লবী ছাত্র পরিষদ’। এ উপলক্ষ্যে সোমবার বাদ আসর ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করে সংগঠনের নেতাকর্মীরা। মাহফিলে দোয়া পরিচালনা করেন মসজিদের সিনিয়র খতিব নাজির মাহমুদ। মাহফিলে বিপ্লবী ছাত্র পরিষদের কেন্দ্রীয় আহ্বায়ক আবদুল ওয়াহেদ বক্তৃতা করেন। তিনি বিপ্লবী ছাত্র পরিষদ প্রতিষ্ঠার সংক্ষিপ্ত প্রেক্ষাপট তুলে ধরেন। তিনি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন মুসলিম জনপদ বাংলাদেশের মানুষ ১৭৫৭ সালে দখলদার ব্রিটিশ ঔপনিবেশিক হানাদারদের কাছে পরাধীনতা বরণ করে। এরপর ১৯০ বছর নির্যাতন-নিপীড়ন-ক্ষুধা-দুর্ভিক্ষসহ জাতিগত নিধন অভিযানের শিকার হয়। দখলদার ইংরেজদের সঙ্গে হাত মিলিয়ে স্থানীয় হিন্দুরা মুসলমানদের জমি-জীবন-সম্ভ্রম কেড়ে নেয়। আবদুল ওয়াহেদ বলেন, ব্রিটিশের দখলদারি ও হিন্দু সাম্প্রদায়িকদের বিরুদ্ধে মুসলমানেরা ও নিম্ন বর্ণের...