২০০৯ টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী পাকিস্তান দলের সদস্য শোয়েব মালিক বলেছেন, ভারতের এশিয়া কাপ ট্রফি না নেওয়ার সিদ্ধান্ত তাদের ভবিষ্যতে অনুশোচনার কারণ হয়ে দাঁড়াবে। রবিবার দুবাইয়ে পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়ে শিরোপা জিতেও ভারতীয় দল ট্রফি গ্রহণ করেনি। তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান ও এশিয়ান ক্রিকেট কাউন্সিল প্রধান মোহসিন নকভির হাত থেকে ট্রফি নেওয়ার সুযোগও নিতে চায়নি। খেলোয়াড় সূর্যকুমার যাদব জানিয়েছেন, এটি দলের নিজস্ব সিদ্ধান্ত ছিল এবং সম্মানিত অতিথিরা চলে যাওয়ার পরই তাঁরা খালি ডায়াসে শিরোপা উদযাপন করেছেন। ম্যাচের পর টাপমাড টিভিকে দেওয়া সাক্ষাৎকারে মালিক এই সিদ্ধান্তকে কঠোরভাবে সমালোচনা করেছেন, “খেলোয়াড়রা যে পরিশ্রম করেছে, দুবাইয়ের তাপমাত্রা সহ্য করেছে, সেই পরিশ্রম ট্রফি জেতার জন্য। তারপর এত পরিশ্রমের পরও ট্রফি নিতে গেল না। আজ তারা হয়তো এই সিদ্ধান্ত উদযাপন করছে, কিন্তু কয়েক বছরের পর...