ইংল্যান্ডের অভিজ্ঞ পেসার ক্রিস ওকস আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। সোমবার (২৯ সেপ্টেম্বর) ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) সামাজিক যোগাযোগমাধ্যমে এই খবর জানায়। ওকসের এই সিদ্ধান্ত আসে ঠিক তখনই, যখন ৩৬ বছর বয়সী এই পেসারকে অস্ট্রেলিয়ায় আসন্ন অ্যাশেজের জন্য দলে রাখা হয়নি। ইসিবি তাদের পোস্টে লিখেছে, “পনেরো বছরের নিবেদন শেষে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন উইজ। তোমার ভবিষ্যতের জন্য শুভকামনা।”আরো পড়ুন:৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিমঅক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে ৩ জনের মনোনয়ন বাতিল, বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হচ্ছেন আমিনুল-ফাহিম অক্টোবরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে মিরপুরে, টি-টোয়েন্টি চট্টগ্রামে ওকস নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন এক বার্তায় ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ জানান। একইসঙ্গে জানান, তিনি কাউন্টি ক্রিকেট চালিয়ে যাবেন এবং সামনে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও খেলার পরিকল্পনা করেছেন।...