পুলিশ হেফাজতে নির্যাতন করে হত্যা করার অভিযোগ তুলে স্থানীয়রা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে। ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় চুরির অভিযোগে গ্রেপ্তার আব্দুল্লাহর (২৩) পুলিশ হেফাজতে মৃত্যু হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে তিনি মারা যান। শনিবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সলিমগঞ্জ ফাঁড়ির পুলিশ বাড়াইল গ্রাম থেকে আব্দুল্লাহকে গ্রেপ্তার করে।আরো পড়ুন:বাকেরগঞ্জে হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগটাঙ্গাইলে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা বাকেরগঞ্জে হাত-পা বেঁধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ নিহত আব্দুল্লাহ বাঞ্ছারামপুর উপজেলার তেজখালী ইউনিয়নের বাহেরচর গ্রামের আবুল মিয়ার ছেলে। এলাকাবাসীর অভিযোগ, শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে ফাঁড়িতে তাকে জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন চালানো হয়। এই অভিযোগ তুলে স্থানীয়রা ফাঁড়ি ঘেরাও করেছে। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, চুরির মামলার সঙ্গে জড়িত আব্দুল্লাহকে জনতা গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। রবিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে...