এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ শ্রমিক ইউনিয়নের সভাপতি সাইদুর রহমান বলেন, বাস চালক, চালকের সহকারী ও সুপারভাইজারদের বেতন ভাতাদি নিয়ে মালিক পক্ষের যে মতবিরোধ হয়েছিল সেটা কেটে গেছে। সোমবার বেলা ১১টা থেকে টানা ২টা পর্যন্ত ঢাকায় বাস মালিক সমিতির সাথে সভা হয়েছে। সেখানে মালিক পক্ষ বাস বন্ধে তাদের সিদ্ধান্ত প্রত্যাহার করে নিয়েছেন। আর তাই বিকেল ৪টা থেকে চাঁপাইনবাবগঞ্জ-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে। কাজে যোগ দিয়েছেন চালকসহ অন্যরা। এদিকে সাম্প্রতিক সময়ে দীর্ঘ দিন বাস চলাচল বন্ধ থাকায় রাজধানীসহ দেশের অন্যান্য গন্তব্যের যাত্রীরা ভোগান্তিতে পড়েন। দূরপাল্লার বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা খুশি হয়েছেন। তারা বলছেন, গত কয়েক দিনে কিছু লোকাল বাস ঢাকা রুটে যাত্রী পরিবহন করলেও সেসব বাস দীর্ঘ পথের ভ্রমণের জন্য একবারেই অনুপযোগী ও ঝুঁকিপূর্ণ। গন্তব্যে পৌঁছাতে ঝুঁকি থাকা সত্ত্বেও মানুষ বাধ্য...