পাকিস্তানে সেনা অভিযানে নিহত ফয়সাল মোড়লের পরিবারের সদস্যদের আহাজারি। ইনসেটে ফয়সাল মোড়ল সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ে যাওয়ার কথা বলে বাংলাদেশ ছেড়েছিলেন মাদারীপুরের যুবক ফয়সাল মোড়ল (২২)। তবে, তিনি দুবাইয়ে না গিয়ে পাকিস্তানে নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবানে (টিটিপি) যোগ দিয়েছিলেন। সেখানে সেনা অভিযানে নিহত হয়েছেন ফয়সাল মোড়ল। মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামে সরেজমিনে গিয়ে জানা গেছে, ফয়সাল ওই গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে। তার বাবা পল্লী বিদ্যুৎ অফিসের ইলেকট্রিশিয়ান এবং মা চায়না বেগম গৃহিণী। ফয়সালের বড় ভাই আরমান হোসেন কাজ করেন দারাজের ডেলিভারিম্যান হিসেবে। পরিবার সূত্রে জানা গেছে, গত মার্চ মাসে হিজামা সেন্টারে চাকরির কথা বলে দুবাই যাওয়ার উদ্দেশ্যে দেশ ছাড়েন ফয়সাল। পরে তিনি পাকিস্তানে গিয়ে টিটিপিতে যোগ দেন। পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয় কোরবানির ঈদের আগে।...