গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন তিন জন। এ সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৩৫ জন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন ১৯৫ জন। এছাড়া এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬ হাজার ৭৮৬ জন। সোমবার স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, এ বছর সেপ্টেম্বর মাসেই ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৭৩ জন। আর হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫ হাজার ৩১০ জন। সারা...