১.বারবার প্রস্রাব হওয়া– বিশেষত রাতে ঘন ঘন টয়লেটে যেতে হয়।২.অতিরিক্ত পিপাসা লাগা– স্বাভাবিকের চেয়ে বেশি পানি পান করেও তৃষ্ণা না মিটা।৩.বারবার ক্ষুধা লাগা– খাবার খাওয়ার কিছুক্ষণ পরই আবার ক্ষুধা অনুভব করা।৪.ওজন হ্রাস– স্বাভাবিক খাদ্যাভ্যাস বজায় রাখলেও হঠাৎ ওজন কমে যাওয়া।5.অতিরিক্ত ক্লান্তি ও দুর্বলতা– সামান্য কাজেই অবসাদ বোধ করা।৬.দৃষ্টিশক্তি ঝাপসা হওয়া– চোখে ঝাপসা দেখা বা হঠাৎ দৃষ্টি সমস্যা শুরু হওয়া।৭.ক্ষত শুকাতে দেরি হওয়া– সামান্য কেটে গেলে বা ঘা হলে দ্রুত না শুকানো।৮.ত্বকে সংক্রমণ বা চুলকানি– বিশেষ করে হাত-পা বা যৌনাঙ্গে বারবার চুলকানি বা ইনফেকশন হওয়া।৯.হাত-পায়ে ঝিনঝিন ভাব বা অবশ লাগা– স্নায়ুর ক্ষতির কারণে এ সমস্যা দেখা দিতে পারে।১০.বিরক্তি বা মানসিক...