আমাদের সমাজ নারীবান্ধব নয়। এখনও নারীর পদে পদে বাধা। বিবিধ বিড়ম্বনা, সামাজিক বৈরিতা, উৎকট উৎপাত এবং বিবাহিত জীবনে নানা টানাপোড়েন ও অবমাননা নিয়েই যেন নারীজীবন। চলমান সময়ে নারীকে ঘরের মধ্যে অবরুদ্ধ করার পরোক্ষ প্রয়াস আছে; নারীর স্বাধীন চলাচল, মত প্রকাশ এবং পোশাক পরিধানের ওপরও সীমাবদ্ধতা আসতে দেখছি কিছু কিছু। এমন একটি সময়ে নারীর সংগ্রামী জীবন ও স্বাধীন-স্বাবলম্বী হওয়ার গল্প নিয়ে তৈরি সিনেমার মুক্তি পাওয়া আমার দৃষ্টিতে তাৎপর্যপূর্ণ। আরও আনন্দিত হয়েছি ছবিটি অস্কারের জন্য মনোনীত হওয়ায়। পাঠকেরা ইতিমধ্যেই জেনেছেন বাংলাদেশ থেকে অস্কারে যাচ্ছে লিসা গাজীর ছবি ‘বাড়ির নাম শাহানা’। অস্কারের বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে বাংলাদেশ থেকে ছবিটি জমা দেওয়া হবে। শনিবার ঢাকায় বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ (বিএফএফএস) আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার ফিল্ম বিভাগে...