২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম | আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:৫৩ পিএম প্রশ্ন : যাকাতের টাকা অগ্রিম দেওয়া যাবে কিনা। কোন ব্যক্তি প্রতি রমজান মাসে যাকাতের টাকা দেন। বর্তমানে রমজান মাসে দেওয়া যাবে এমন যাকাতের নিছাব পরিমাণ তার কাছে টাকা আছে। এখন প্রশ্ন হচ্ছে অগ্রিম যাকাতের টাকা যাকাত পাবে এমন ব্যক্তিকে দেওয়া যাবে কিনা? যাকাত প্রদানের সময় নেসাব পরিমান টাকা থাকলেই যাকাত দেওয়া যায়। প্রশ্ন হচ্ছে নেসাবের পরের থেকে যাকাত দিতে হবে না সকল টাকারই যাকাত দিতে হবে? উত্তর : অগ্রিম যাকাত দেওয়া যাবে। যাকাত তো যে নিতে পারে তাকেই দিতে হবে। নেসাবের পরের থেকে নয়, নেসাব পরিমাণ বা এর বেশী অর্থ সম্পদ হলে নেসাবসহ তার সবটুকুরই যাকাত দিতে হবে। নেসাব বাদ দিয়ে শুরু করা যাবে না। উত্তর দিয়েছেন :...