দীর্ঘদিন ধরে গ্যাংগ্রিন (পচনরোগ) রোগে ভুগছিলেন দুর্গাপুরের বিরিশিরি ইউনিয়নের বারুইপাড়া গ্রামের দিনমজুর রশিদ মিয়া। অসুস্থতার কারণে তিনি ছিলেন সম্পূর্ণ শয্যাশায়ী। চিকিৎসার ব্যয় বহন করতে না পারায় পরিবারটি ছিল দিশেহারা। এমন সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় সহযোগিতার হাত বাড়িয়ে দেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মহাসচিব ব্যারিস্টার কায়সার কামাল। মঙ্গলবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে সফলতার সঙ্গে তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। জানা যায়, গত ২৬ সেপ্টেম্বর শুক্রবার রশিদ মিয়াকে ভর্তি করা হয় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে। চিকিৎসক বাতেনের তত্ত্বাবধানে ৭ নম্বর ওয়ার্ডে চলতে থাকে চিকিৎসা। অবশেষে অপারেশন সম্পন্ন হয়েছে। চিকিৎসকরা জানান, রোগের বিস্তার ঠেকাতে রশিদ মিয়ার পায়ের একটি অংশ কেটে ফেলতে হয়েছে। বর্তমানে তিনি হাসপাতালের শয্যায় চিকিৎসাধীন আছেন। ব্যারিস্টার কায়সার কামাল বলেন, “আলহামদুলিল্লাহ, অপারেশন সফলভাবে সম্পন্ন হয়েছে।...