খাগড়াছড়ির গুইমারায় পাহাড়ি কিশোরীকে ধর্ষণের ঘটনায় বিক্ষোভ-প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) সহিংসতায় নিহত তিনজনের পরিচয় প্রকাশ করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) পুলিশ জানায়, নিহত তিনজনই গুইমারা উপজেলার হাফছড়ি ইউনিয়নের বাসিন্দা। তাদের সকলের বয়সই ২০ বছর থেকে ২২ বছরের মধ্যে। নিহতরা হলেন- রামসু বাজার এলাকার অলাকাই মারমার ছেলে তৈইচিং মারমা (২০), আমতলী পাড়ার থুহলাঅং মারমার ছেলে আথুইপ্রু মারমা (২১) এবং চেংগুলি পাড়ার হাসু মারমার ছেলে আখ্রাউ মারমা (২২)। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার তথ্য দিয়ে চট্টগ্রাম রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আহসান হাবীব পলাশ বলেন, সহিংসতায় ১০ জন আহত হয়েছেন। এদের একজনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বাকিদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. মো. ছাবের জানান, বিকেল সাড়ে ৪টার দিকে ময়নাতদন্ত শেষ হয়েছে। এরপর মরদেহ...