মৌলভীবাজারের জুড়ীতে সাংবাদিক পরিচয়ে ব্যবসায়ীকে ব্ল্যাকমেইল করে চাঁদা আদায়ের সময় গত ২২ সেপ্টেম্বর পুলিশের হাতে গ্রেফতার হন যুবলীগ নেতা মাছুম আহমদ (৩৪)। সোমবার (২৯ সেপ্টেম্বর) মামলার তদন্তকারী কর্মকর্তার আবেদন মোতাবেক মৌলভীবাজারের ৬ নং আমল গ্রহণকারী আদালত তাকে চাঁদাবাজির মামলায় ১ দিনের রিমান্ড মঞ্জুর করেন। মাছুম আহমদ মাসুম উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ভবানীপুর (আঞ্জুরী কোনা) গ্রামের বাসিন্দা। জুড়ী শহরের রড-সিমেন্ট ব্যবসায়ী মোহাম্মদ আব্দুল বাসিত চাঁদাবাজির শিকার হয়ে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামি হলেন পশ্চিম জুড়ীর খলিলুর রহমানের ছেলে জালালুর রহমান (৩০), যিনি এখনও পলাতক। স্থানীয় সূত্র জানায়, মাছুম আগে পেশাদার সিএনজি চালক ছিলেন। পরে রাজনীতিতে যুক্ত হয়ে যুবলীগের ওয়ার্ড সভাপতির পদ লাভ করেন। নেতৃস্থানীয় রাজনৈতিক পরিচয়ের সুযোগে মাছুম প্রভাব খাটিয়ে চাঁদাবাজি, অনিয়ম ও সরকারি সুবিধা আদায়ে সক্রিয় হয়ে ওঠেন। মাধ্যমিক পাস...