এশিয়া কাপের শুরু থেকে শেষ— আলোচনা, সমালোচনার কোনো কমতি ছিল না। নাটকও কম হয়নি। টুর্নামেন্ট শেষে পুরস্কার বিতরণ মঞ্চেও দেখা মিলল নাটকের। খেলা শেষে এক ঘণ্টা সময় পেরিয়ে গেলেও ট্রফি নিতে আসেনি ভারত। শেষ পর্যন্ত ট্রফি ছাড়াই উদযাপন করে মাঠ ছেড়েছে চ্যাম্পিয়ন ভারত। গতকাল রোববার (২৮ সেপ্টেম্বর) এশিয়া কাপের ফাইনালে পাকিস্তানকে ৫ উইকেটে হারানোর পর মঞ্চস্থ হয় এই নাটক। নিয়ম অনুযায়ী, চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দেওয়ার কথা ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি মহসিন নাকভির। কিন্তু ভারতীয় দল তাঁর হাত থেকে ট্রফি নিতে অস্বীকৃতি জানায়। ভারতীয় দলের আপত্তির পরে বেঁকে বসেন নাকভিও। তার স্পষ্ট কথা, এসিসি সভাপতি হিসেবে তিনিই পুরস্কার তুলে দেবেন। ভারত যদি না নেয়, তাহলে পুরস্কার দেবেন না। এশিয়া কাপের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ...