জুলাই গণঅভ্যুত্থানে পদত্যাগ করে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্কের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় সাকিবের বিরুদ্ধে অবস্থান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রদল মনোনীত প্যানেলে জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম।রোববার (২৮ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে তিনি প্রতিক্রিয়া জানান।পোস্টে হামিম লিখেন, জনাব সাকিব-ভিকটিম সাজবেন না। ফ্যাসিবাদকে দীর্ঘায়িত করার সহযোগী হিসেবে বাংলাদেশের ইতিহাসে আপনি যুগের পর যুগ কলঙ্কিত অধ্যায় হয়ে থাকবেন।এদিকে বিষয়টি নিয়ে রোববার (২৮ সেপ্টেম্বর) পাল্টা একটি পোস্ট করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। পোস্টে তিনি সাকিবের দেশে ফেরা ও খেলায় অংশগ্রহণের ব্যাপারে মন্তব্য করেন।দুজনের পাল্টাপাল্টি এমন পোস্টে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা ও সমালোচনার ঝড় শুরু...