নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি এবং চার সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার ওপর দেশত্যাগ নিষেধাজ্ঞা আরোপ করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, যতদিন বিক্ষোভ বিষয়ক তদন্ত শেষ হবে না, ততদিন পর্যন্ত তারা দেশ ছাড়তে পারবেন না।নিষেধাজ্ঞার আওতায় পড়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক, জাতীয় গোয়েন্দা সংস্থার সাবেক প্রধান হুতারাজ থাপা এবং আরও দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা।গত ৮ ফেব্রুয়ারি কাঠমান্ডুতে সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ, অর্থনৈতিক সংকট এবং সরকারের মন্ত্রী ও কর্মকর্তাদের দুর্নীতির অভিযোগের প্রতিবাদে নজিরবিহীন বিক্ষোভ শুরু হয়। শিক্ষার্থী ও জেন-জি আন্দোলনের আহ্বানে অল্প সময়ের মধ্যে এটি পুরো দেশজুড়ে ছড়িয়ে পড়ে।আন্দোলন দমন করতে পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৭৩ জন নিহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় সরকার সেনাবাহিনীর কাছে ক্ষমতা হস্তান্তর করে এবং অলি পদত্যাগ করেন।অলির পদত্যাগের পর নেপালের অন্তর্বর্তী...