কেন দাম বাড়ছেবাংলাদেশ ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যের দাম রেকর্ড পর্যায়ে পৌঁছানোয় স্থানীয় বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে এ সমন্বয় করা হচ্ছে। বর্তমানে, দেশের বাজারে প্রতিভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ১ লাখ ৯২ হাজার ৯৬৯ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ৮৪ হাজার ১৯৮ টাকা, ১৮ ক্যারেটের প্রতিভরি ১ লাখ ৫৭ হাজার ৮৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতিভরি স্বর্ণের দাম ১ লাখ ৩১ হাজার ৪৫ টাকা । অর্থনীতিবিদদের মতে, আন্তর্জাতিক বাজারে স্বর্ণ ও রৌপ্যকে এখন ‘সেফ হেভেন’ সম্পদ হিসেবে দেখা হচ্ছে। বৈশ্বিক মন্দাভাব, ভূরাজনৈতিক অস্থিরতা এবং ডলারের অনিশ্চয়তার কারণে বিনিয়োগকারীরা মূল্যবান ধাতুর দিকে ঝুঁকছেন। এর প্রভাব পড়ছে বাংলাদেশসহ সব দেশের বাজারেই। বাংলাদেশ ব্যাংকের স্মারক মুদ্রা সাধারণত সংগ্রাহক ও বিশেষ উপহার হিসেবে জনপ্রিয়। তবে সাম্প্রতিক...