গত জুন মাসে আনুষ্ঠানিকভাবে মার্কিন প্রেসিডেন্টকে ২০২৬ সালের নোবেল শান্তি পুরষ্কারের জন্য সুপারিশ করার সিদ্ধান্ত নেয় পাকিস্তান সরকার। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আসল কারণ অনেকের কাছে গোপন ছিল। এবার সেই রহস্য প্রকাশ্যে এনেছেন পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। সোমবার (২৯ সেপ্টেম্বর) লন্ডনে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, ট্রাম্প পাকিস্তান ও ভারতের মধ্যে উত্তেজনা কমিয়েছেন এবং এই অঞ্চলকে বড় ধরনের ধ্বংসের হাত থেকে রক্ষা করেছেন। তিনি জোর দিয়ে বলেন, ট্রাম্প যদি পাকিস্তান-ভারত উত্তেজনায় হস্তক্ষেপ না করতেন, তাহলে ‘আরও ধ্বংসযজ্ঞ এবং প্রাণহানি ঘটত’। এ ছাড়াও ট্রাম্প ইথিওপিয়া এবং মিশরের মধ্যে উত্তেজনা কমিয়েছেন, এমনকি ইউক্রেনেও। এছাড়াও, জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে ট্রাম্পের সাথে নিজের সাম্প্রতিক বৈঠকের কথা বলতে গিয়ে পাক প্রধানমন্ত্রী জানান, তার ওয়াশিংটন সফর ‘খুব ফলপ্রসূ এবং সফল হয়েছে।’ উল্লেখ্য, গত ২২ এপ্রিল...