সংযুক্ত আরব আমিরাতের পরিচয়, নাগরিকত্ব, শুল্ক ও বন্দর নিরাপত্তা বিভাগ (আইসিপি) নতুনভাবে চারটি ভিজিট ভিসা চালু করেছে। একই সঙ্গে বিদ্যমান একাধিক ভিসার মেয়াদ, শর্ত ও বিধি সংশোধন করা হয়েছে। এর মাধ্যমে প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, বিনোদন ও পর্যটন খাতে দক্ষ জনবল ও উদ্যোক্তা আকর্ষণের পাশাপাশি বৈশ্বিক উন্মুক্ততার লক্ষ্য জোরদার করতে চাইছে আমিরাত। আইসিপি’র মহাপরিচালক মেজর জেনারেল সুহাইল সাঈদ আল খাইলি বলেন, এই সিদ্ধান্ত দীর্ঘমেয়াদি গবেষণা, ভবিষ্যৎ পূর্বাভাস এবং সেবা-সংক্রান্ত গ্রাহক প্রতিক্রিয়া মূল্যায়নের ভিত্তিতে নেওয়া হয়েছে। তিনি জানান, এ উদ্যোগ আমিরাতের অর্থনৈতিক বৈচিত্র্য, প্রবৃদ্ধি ও সামাজিক নিরাপত্তা জোরদার করবে। কৃত্রিম বুদ্ধিমত্তা বিশেষজ্ঞ ভিসা:প্রযুক্তি খাতের কোনও প্রতিষ্ঠানের সুপারিশপত্রের ভিত্তিতে নির্দিষ্ট সময়ের জন্য একক বা একাধিকবার প্রবেশাধিকারসহ এ ভিসা দেওয়া হবে। বিনোদন ভিসা:বিদেশিরা সাময়িক সময়ের জন্য বিনোদনের উদ্দেশ্যে এ ভিসা পাবেন। ইভেন্ট ভিসা:উৎসব, প্রদর্শনী,...