নভেম্বরে ভারতে বসবে জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবারের মতো এই বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। নিজেদের অভিষেক আসরে ভালো পারফম্যান্স করতে বাংলাদেশ হকি ফেডারেশন দলকে বিদেশে পাঠিয়ে কন্ডিশনিং ক্যাম্পও করাচ্ছে। বর্তমানে যুব হকি দল আছে মালয়েশিয়ায়। সেখানে অনুশীলনের পাশাপাশি চারটি প্রস্তুতি ম্যাচও খেলছে। শুধু মালয়েশিয়ায় যুব দলের কন্ডিশনিং ক্যাম্পই করাচ্ছে না বাংলাদেশ হকি ফেডারেশন। তারা দলকে উইরোপেও পাঠাচ্ছে। বাংলাদেশ হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান জানিয়েছেন, ১ অক্টোবর মালয়েশিয়া থেকে দল ফিরবে। এরপর অক্টোবরের শেষ সপ্তাহে তাদেরকে পাঠানো হবে সুইজারল্যান্ডে। সেখানে বাংলাদেশ যুব হকি দল চারটি প্রস্তুতি ম্যাচও খেলবে। দুটি ম্যাচ সুইজারল্যান্ডের বিপক্ষে এবং দুটি অস্ট্রিয়ার বিপক্ষে। ওই সময় অস্ট্রিয়াও সুইজারল্যান্ডে থাকবে। যুব হকি বিশ্বকাপ হবে ভারতের তামিলনাড়ুর চেন্নাই ও মাদরাইয়ে ২৮ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর পর্যন্ত। বাংলাদেশ খেলবে ‘এফ’ গ্রুপে। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া,...