কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক এমপি তামান্না নুসরাত বুবলীসহ ১৩ নেতা-কর্মী গ্রেপ্তারের পর বুবলীকে নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। কিভাবে এমপি হলেন, তার অতীত ইতিহাস কি, তা নিয়ে আলোচনা চাউর হয়েছে। বুবলী সম্বন্ধে জানা যাচ্ছে, নরসিংদী পৌরসভার প্রয়াত সাবেক মেয়র লোকমান হেসেনের স্ত্রী জেলা আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য তামান্না নুসরাত বুবলী আওয়ামী লীগের কেন্দ্রীয় যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য ছিলেন। আওয়ামী শাসনামলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এবং জাতীয় দলের সাবেক অধিনায়ক নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মুর্তজা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে তামান্না নুসরাত বুবলিকে যুব ও ক্রীড়া উপকমিটির সদস্য করা হয়। একাদশ জাতীয় সংসদে সংরক্ষিত ৫০টি নারী আসনের মধ্যে নরসিংদীতে পৌর মেয়র প্রয়াত লোকমান হেসেনের স্ত্রী নরসিংদী জেলা আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক তামান্না...