দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে ফাইনাল শেষ হয়েছে অনেক আগেই। পাকিস্তানকে হারিয়ে ভারত আবারও এশিয়া কাপ জিতেছে। কিন্তু ম্যাচ-পরবর্তী দৃশ্য যেন একেবারে ক্রিকেট নাটকের চূড়ান্ত অঙ্ক—চ্যাম্পিয়ন হয়েও ট্রফি হাতে তুলতে পারেনি ভারত। সুর্যকুমার যাদব হাসতে হাসতে ‘অদৃশ্য ট্রফি’ তুললেন, সতীর্থরা তার চারপাশে উল্লাস করলেন। এভাবেই শেষ হলো এক বিরল ও বিতর্কিত রাত, যার প্রতিধ্বনি এখন গড়িয়ে গেছে ক্রিকেট বোর্ডরুমে।ঘটনার কেন্দ্রবিন্দু পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান এবং এসিসি সভাপতি মহসিন নকভি। ভারতীয় ক্রিকেটাররা শুরু থেকেই পরিষ্কার জানিয়ে দিয়েছিলেন—তাদের হাতে ট্রফি তুলবেন না কোনো পাকিস্তানি কর্মকর্তা। সমাধানের পথ খোঁজা হয়েছিল, প্রস্তাব উঠেছিল আমিরাত ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান খালিদ আল জরউনি কিংবা বিসিবি সভাপতি আমিনুল ইসলাম ট্রফি দেবেন। কিন্তু নকভি রাজি হন নি। তিনি দাবি করেন, এসিসি সভাপতি হিসেবে ট্রফি তোলার অধিকার শুধু তারই।ফলে শুরু হয় টানাপোড়েন।...