নাটকীয় কিছু ঘটবে এমন কিছুর জন্য পরিচিত ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল)। বিশ্বের অন্যতম কঠিন লিগ ভাবা হয় এই লিগকে। জনপ্রিয়তায় ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে সবার উপরে থাকে ইপিএল। এবার প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত হয়েছে ছয় রাউন্ড। ষষ্ঠ রাউন্ডে প্রথমবারের মতো এক দিনে ৯০তম মিনিট বা তার পরবর্তী সময়ে ৮টি গোল হয়েছে। এমন ঘটনা ঘটেছে গেল শনিবার। এদিন প্রিমিয়ার লিগে ষষ্ঠ রাউন্ডের মোট ৭টি ম্যাচ ছিল। এই ৭ ম্যাচে মোট ৮ গোল ৯০ মিনিট বা পরে খেলার যোগকরা সময়ে। প্রিমিয়ার লিগে একদিনে এমন ঘটনা আর ঘটেনি দ্য অ্যাথলেটিক তাদের রিপোর্টে জানিয়েছে এমন তথ্য। ৮ গোলের শেষটা হয় টটেনহ্যাম হটস্পার স্টেডিয়ামে, যেখানে জোয়াও পালহিনহা ৯৪ মিনিটে গোল করে দলকে সমতায় ফেরান উলভসের বিপক্ষে। লিভারপুল এই মৌসুমে শেষ মুহূর্তে গোল করেছে সবচেয়ে...