চট্টগ্রাম:সন্দেহজনক লেনদেন ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় গ্রেপ্তার (শ্যোন অ্যারেস্ট) দেখানোর আবেদন করা হয়েছে। দুদকের পক্ষ থেকে সোমবার (২৯ সেপ্টেম্বর) সিনিয়র চট্টগ্রাম মহানগর স্পেশাল জজ (ভারপ্রাপ্ত) মো. আবদুর রহমানের আদালতে ১০৮ কোটি ৬৪ লাখ ৮৫ হাজার ৭৯০ টাকা সন্দেহজনক লেনদেন ও ৫ কোটি ৯৪ লাখ ৯২ হাজার ৭৭২ টাকার অবৈধ সম্পদের মামলায় এ আবেদন করা হয়।এর আগে গত ১৩ জুলাই দুদকের চট্টগ্রাম সমম্বিত জেলা কার্যালয়-১ এ মামলাটি দায়ের করেছিল প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. নিজাম উদ্দিন। দুদকের পাবলিক প্রসিকিউটর মুহম্মদ কবির হোসাইন বাংলানিউজকে বলেন, অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরীকে সোমবার (আজ) গ্রেপ্তার দেখানোর...