বান্দরবান পার্বত্য জেলার দুর্গম রুমা উপজেলার কেওক্রাডং পর্যটনকেন্দ্রটিতে ভ্রমণে এবার পর্যটকদের মানতে হবে ৬টি শর্তাবলী। ২৯ সেপ্টেম্বর (সোমবার) বিকেলে বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি কেওক্রাডং পর্বত ভ্রমণে পর্যটকদের জন্য ৬টি শর্তাবলী আরোপ করে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছেন। গণবিজ্ঞপ্তিতে বলা হয়, বান্দরবান জেলা আইন-শৃঙ্খলা রক্ষা এবং সমন্বয় সংক্রান্ত কোর কমিটির গত ২১ সেপ্টেম্বর ২০২৫ তারিখের সভারসিদ্ধান্ত, উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, রুমা, বান্দরবান পার্বত্য জেলার গত ৭ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ০৫.৪২,০৩৯১.০০১.০৩.০১৩.২৫-৫৮৮ সংখ্যক স্মারকমূলে পাঠানো এক চিঠি এবং সদর দপ্তর, বান্দরবান রিজিয়ন, বান্দরবান সেনানিবাসের ২৯ সেপ্টেম্বর ২০২৫ তারিখের ১৪০/৩১/জিএস(ইন্ট) চিঠির আলোকে বান্দরবান পার্বত্য জেলার রুমা উপজেলার কেওক্রাডং পর্বত পর্যটনকেন্দ্রটি আগামী ১ অক্টোবর ২০২৫ তারিখ থেকে সব পর্যটকদের জন্য উন্মুক্ত করা হলো। জনস্বার্থে এ গণবিজ্ঞপ্তি জারি করা হলো। এসময় গণবিজ্ঞপ্তিতে ৬টি শর্তাবলী আরোপ...